ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আরোহীসহ নিখোঁজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিন টাইটান

নাগরিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ১৪৭৩ বার পড়া হয়েছে
Nagorik Pratidin অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

১৯৮৫ সালে টাইটানিকের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় ১২৫০০ ফুট গভীরে আটলান্টিকের তলদেশে

আটলান্টিক মহাসাগরের তলদেশে নিয়ে যাওয়া একটি সাবমেরিনের সন্ধান পাওয়া যাচ্ছে না টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে দর্শনার্থীদেরসহ । গত রোববার যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর নিখোঁজ হয় সেটি। জোর তৎপরতা চালানো হচ্ছে সাবমেরিনটির সন্ধানে।

হারিয়ে যাওয়া সাবমেরিনটির নাম টাইটান। যাত্রী পরিবহনের কাজে সাগরের তলদেশে ব্যবহার করা হতো টাইটান নামের এই সাবমেরিনটি । ট্রাকের আকৃতির এই সাবমেরিনটিতে চালক ও একজন ক্রুসহ মোট পাঁচজন আরোহী থাকতে পারেন। যাত্রীবাহী এই সাবমেরনটি পানির নিচে চার দিনের অক্সিজেন সরবরাহ করতে সক্ষম ।
মার্কিন প্রতিষ্ঠান ওশানগেটের একটি সাবমেরিন টাইটান । পানির তলদেশে গবেষণা, অনুসন্ধান, এমনকি ভ্রমণ করতে ইচ্ছুক—এমন লোকজনকে সাবমেরিনের মাধ্যমে পানির নিচে নিয়ে যায় প্রতিষ্ঠানটি। হারিয়ে যাওয়া সাবমেরিনের আরোহীদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন ওশানগেটের কতৃপক্ষ
এদিকে নিখোঁজ টাইটানের আরোহীদের মধ্যে যুক্তরাজ্যের একজন ধনকুবের হামিশ হার্ডিং নামের একজন ছিলেন বলে জানা গেছে। কয়েকদিন আগে তিনি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ৫৮ বছর বয়সী এই শত কোটিপতি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

আরোহীসহ নিখোঁজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিন টাইটান

আপডেট সময় : ০২:২৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩

 

১৯৮৫ সালে টাইটানিকের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় ১২৫০০ ফুট গভীরে আটলান্টিকের তলদেশে

আটলান্টিক মহাসাগরের তলদেশে নিয়ে যাওয়া একটি সাবমেরিনের সন্ধান পাওয়া যাচ্ছে না টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে দর্শনার্থীদেরসহ । গত রোববার যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর নিখোঁজ হয় সেটি। জোর তৎপরতা চালানো হচ্ছে সাবমেরিনটির সন্ধানে।

হারিয়ে যাওয়া সাবমেরিনটির নাম টাইটান। যাত্রী পরিবহনের কাজে সাগরের তলদেশে ব্যবহার করা হতো টাইটান নামের এই সাবমেরিনটি । ট্রাকের আকৃতির এই সাবমেরিনটিতে চালক ও একজন ক্রুসহ মোট পাঁচজন আরোহী থাকতে পারেন। যাত্রীবাহী এই সাবমেরনটি পানির নিচে চার দিনের অক্সিজেন সরবরাহ করতে সক্ষম ।
মার্কিন প্রতিষ্ঠান ওশানগেটের একটি সাবমেরিন টাইটান । পানির তলদেশে গবেষণা, অনুসন্ধান, এমনকি ভ্রমণ করতে ইচ্ছুক—এমন লোকজনকে সাবমেরিনের মাধ্যমে পানির নিচে নিয়ে যায় প্রতিষ্ঠানটি। হারিয়ে যাওয়া সাবমেরিনের আরোহীদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন ওশানগেটের কতৃপক্ষ
এদিকে নিখোঁজ টাইটানের আরোহীদের মধ্যে যুক্তরাজ্যের একজন ধনকুবের হামিশ হার্ডিং নামের একজন ছিলেন বলে জানা গেছে। কয়েকদিন আগে তিনি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ৫৮ বছর বয়সী এই শত কোটিপতি।